Site icon জীবিকা দিশারী

হুগলি কোচিন শিপইয়ার্ডে ২৮ ওয়ার্কম্যান

Cochin Shipyard apprentice

হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেডে চুক্তির ভিত্তিতে ২৮ জন ওয়ার্কম্যান (Workmen) নিয়োগ করা হবে ওয়াক-ইন-সিলেকশনের মাধ্যমে। বিজ্ঞপ্তি নম্বর: No. HCSL/PROJ/HR/01/20-21 Vol-II (B).

শূন্যপদ: ওয়েল্ডার: ২ (অসংরক্ষিত), ফিটার: ১ (অসংরক্ষিত), ডিজেল মেকানিক: ১ (অসংরক্ষিত), ফিটার (ইলেক্ট্রিক্যাল): ৫ (অসংরক্ষিত ৪, ওবিসি ১),

ফিটার (পাইপ): ২ (অসংরক্ষিত), ড্রাফটসম্যান (সিভিল): ১ (অসংরক্ষিত), অপারেটিভ: ১ (অসংরক্ষিত),

অপারেটর (লেদ):  ১ (অসংরক্ষিত), অপারেটর (মিলিং অ্যান্ড ড্রিলিং): ১ (অসংরক্ষিত), অপারেটর (ক্রেন): ২ (অসংরক্ষিত), অপারেটর (এমএইচই অ্যান্ড ট্রান্সপোর্টার): ১ (অসংরক্ষিত),

সেমি স্কিল্ড রিগার: ২ (অসংরক্ষিত), ড্রাইভার (অ্যাম্বুলেন্স অ্যান্ড আদার ভিকল), এইপদের জন্য শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন: ১ (অসংরক্ষিত),

নার্স, এইপদের জন্য শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন: ১ (অসংরক্ষিত), পার্সোনাল সেক্রেটারি: ১ (অসংরক্ষিত),

প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল): ১ (অসংরক্ষিত), প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট (ইলেক্ট্রনিক্স): ১ (অসংরক্ষিত), প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট (মেটিরিয়াল): ১ (অসংরক্ষিত),

প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট (কমার্শিয়াল): ১ (অসংরক্ষিত), প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট (ফিনান্স): ১ (অসংরক্ষিত)।

বয়সসীমা: ১১ ফেব্রুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ওয়েল্ডার, ফিটার, ডিজেল মেকানিক, ফিটার (ইলেক্ট্রিক্যাল, পাইপ, সিভিল, লেদ), অপারেটর (মিলিং অ্যান্ড ড্রিলিং, ক্রেন, এমএইচই):

এসএসএলসি পাশ এবং আইটিআই- সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট। সঙ্গে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ড্রাইভার (অ্যাম্বুলেন্স অ্যান্ড আদার ভিকল): এসএলসি পাশ সঙ্গে ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী যান চালানোর অন্তত তিন বছরের অভিজ্ঞতা।

নার্স: নার্সিং কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে নার্সিং ডিপ্লোমা অথবা বিএসসি (নার্সিং), স্টেট নার্সিং কাউন্সিলে বৈধ রেজিস্ট্রেশন। ডিপ্লোমা থাকলে তিন বছর এবং বিএসসির ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল, ইলেক্ট্রনিক্স, মেটিরিয়াল, কমার্শিয়াল): সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। দু বছরের অভিজ্ঞতা।

প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট (ফিনান্স): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, কম্পিউটারের দক্ষ সঙ্গে এসএপি, এমএস প্রোজেক্ট, এমএস অফিস জানা বাঞ্ছনীয়। দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে (Workmen)।

ওয়াক-ইন-সিলেকশন হবে ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত, ঠিকানা- Don Bosco Technical Institute, 23 Darga Road, Park Circus, Kolkata 700017.
নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

`রাইস ট্যালেন্ট স্কলারশিপ টেস্ট’-এ রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

 

 

Exit mobile version