সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘যোগ্যশ্রী’ নামের একটি নয়া প্রকল্পের ঘোষণা করেছেন। (Yogashree Scheme West Bengal)
এই প্রকল্পে তপশিলি জাতি/ উপজাতি পড়ুয়াদের বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। যোগ্যশ্রী প্রকল্পে রাজ্যের এই অনগ্রসর শ্রেণির মেধাবী পড়ুয়াদের JEE, NEET ও WBJEE পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে।
ব্যাঙ্ক, রেল, পোস্ট অফিস, সামরিক ও আধাসামরিক বাহিন, পুলিশ, সরকারি ও সরকারি অধিগৃহীত সংস্থা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে গ্রুপ বি, সি এবং ডি পদে নিয়োগের জন্য প্রাক-পরীক্ষা প্রশিক্ষণের সার্বিক সুবিধা প্রদান করা হবে এই প্রকল্পের অধীন।
প্রতিটি জেলায় ২টি করে সেন্টার করা হবে। প্রতিদিন ৪ ঘণ্টা করে সপ্তাহে তিনদিন ক্লাসের ব্যবস্থা থাকবে।
আবেদন প্রক্রিয়া শুরু হবে ফেব্রুয়ারি ২০২৪ থেকে। অফিশিয়ান ওয়েবসাইট: https://www.wbbcdev.gov.in/