Site icon জীবিকা দিশারী

বিনামূল্য সরকারি চাকরির প্রশিক্ষণ দেবে যোগ্যশ্রী প্রকল্প

Current Affairs 3rd February

সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘যোগ্যশ্রী’ নামের একটি নয়া প্রকল্পের ঘোষণা করেছেন। (Yogashree Scheme West Bengal)

এই প্রকল্পে তপশিলি জাতি/ উপজাতি পড়ুয়াদের বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। যোগ্যশ্রী প্রকল্পে রাজ্যের এই অনগ্রসর শ্রেণির মেধাবী পড়ুয়াদের JEE, NEET ও WBJEE পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

ব্যাঙ্ক, রেল, পোস্ট অফিস, সামরিক ও আধাসামরিক বাহিন, পুলিশ, সরকারি ও সরকারি অধিগৃহীত সংস্থা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে গ্রুপ বি, সি এবং ডি পদে নিয়োগের জন্য প্রাক-পরীক্ষা প্‌রশিক্ষণের সার্বিক সুবিধা প্রদান করা হবে এই প্রকল্পের অধীন।

প্রতিটি জেলায় ২টি করে সেন্টার করা হবে। প্রতিদিন ৪ ঘণ্টা করে সপ্তাহে তিনদিন ক্লাসের ব্যবস্থা থাকবে।

আবেদন প্রক্রিয়া শুরু হবে ফেব্রুয়ারি ২০২৪ থেকে। অফিশিয়ান ওয়েবসাইট: https://www.wbbcdev.gov.in/

 

 

Exit mobile version