ক্রেতা সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ

624
0
Young Professional Recruitment

কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অব কমজিউমার অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অব কনজিউমার অ্যাফেয়ার্স, Young Professional Recruitment

ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনে ইয়াং প্রফেশনাল নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বরঃ 01/(YP)/2024/ERO.

যোগ্যতাঃ ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে বিই/বিটেক/ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা বা এমবিএ।

ইউপিএসসির মাধ্যমে কর্মী নিয়োগ

বয়সঃ ২ জুন ২০২৪ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পারিশ্রমিকঃ প্রতি মাসে ৭০০০০ টাকা।

এয়ারফোর্সে অফিসার নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ www.bis.gov.in/career-opportunities লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৩১ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত। Young Professional Recruitment

নোটিসটি দেখতে ক্লিক করুন