অবসরপ্রাপ্তদের জন্য উত্তর ২৪ পরগনায় অ্যাসিঃ অ্যাকাউন্ট্যান্ট পদে চাকরি

1004
0
Current Jobs in West Bengal,

উত্তর ২৪ পরগনা জেলায় অবসরপ্রাপ্তদের জন্য অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে।

বসিরহাট-১ ব্লকে এবং হারা ডেভেলপমেন্ট ব্লকে ১টি করে পদে নিয়োগ হবে। সরকারি দপ্তরে অন্তত ৫ বছরের জন্য অ্যাকাউন্টস বিভাগে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। মাসিক ভাতা হবে ১১ হাজার টাকা।

আগামী ২৭ আগস্ট তারিখের মধ্যে আবেদন করতে হবে নির্ধারিত ফর্মে। আবেদনপত্রের সঙ্গে পিপিও, জন্ম-তারিখ শংসাপত্র, ভোটার কার্ড, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার অন্যান্য সার্টিফিকেটের কপি দিতে হবে। আবেদনপত্রের খামের উপর লিখে দিতে হবে- “APPLICATION FOR THE POST OF ASSISTANT ACCOUNTANT”

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Office of the Sub Divisional Officer, Basirhat, North 24 Parganas, Pin-743411

আবেদনপত্রের নমুনা সহ পুরো বিজ্ঞপ্তি দেখতে পাবেন এই লিঙ্কে: www.north24parganas.nic.in

বা সরাসরি এই লিঙ্কে ক্লিক করে: http://www.north24parganas.nic.in/sites/default/files/uploads0/Recruitments/Recuritment%20to%20the%20post%20of%20Asst%20Accountant.pdf

 

 

 

Current Jobs in West Bengal