দমদম-ইছাপুর-কাশীপুর সহ সারাদেশে ছড়িয়ে থাকা কেন্দ্রীয় সরকারের অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলিতে ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য ৫৬তম ব্যাচের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। এ বছর প্রায় ৪৮০৫ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে। এর মধ্যে ১৫৯৫ জন নন-আইটিআই এবং ৩২১০ জন আইটিআই ক্যাটেগরি। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে।
যোগ্যতা— নন-আইটিআই প্রার্থী: ৫০ % নম্বর সহ মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ হতে হবেঃ (অঙ্ক ও বিজ্ঞান বিষয়ে অন্তত ৪০% নম্বর সহ)। আইটিআই প্রাথী: ৫০% শতাংশ নম্বর সহ মাধ্যমিক এবনং তার সঙ্গে ৫০% নম্বর সহ এসসিভিটি/এনসিভিটি বা সংশ্লিট সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেড টেস্ট উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: আবেদন জমা দেওয়ার শেষ তারিখ অনুযায়ী বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছর।
বিস্তারিত বিজ্ঞপ্তি কিছুদিনের মধ্যেই অনলাইনে আপলোড করা হবে। অনলাইন আবেদন শুরু হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে।
বিজ্ঞপ্তি দেখার ও অনলাইন আবেদন করার ওয়েবসাইট: https://www.ofb.gov.in/
Ordnance Factory, Ordnance Factory Trade Apprentice