অ্যাক্সিস ব্যাঙ্কে বেশ কয়েকশো পদে অনলাইন আবেদন

9394
0
Axis Bank Job

অ্যাক্সিস ব্যাঙ্কে পশ্চিমবঙ্গের বিভিন্ন শাখা সহ সারা দেশে এখন দুহাজারের ওপর শূন্যপদ নির্দেশ করছে, কিছু শূন্যপদ বহুদিন ধরে রয়েছে, কিছু পদে সবসময়েই আবেদন নেওয়া হয়, কিছু পদে আবেদন জমে আছে এমনও হওয়া সম্ভব। অনলাইনে আবেদন চলছে। পাতায়-পাতায় দেওয়া আছে শূন্যপদের বিবরণ, আবেদনের লিঙ্ক। https://axiscareers.axisbank.co.in/Tallintv5/CRP/client/(X(1)S(tr1bto5sxndftgk5omjtvc1t))/Default.aspx. পাতাগুলিতে একেক পদের লিঙ্কে ক্লিক করলে দেখা যাবে পদের জব কোড, স্থান, প্রয়োজনীয় অভিজ্ঞতা (তা কম-বেশি বা শূন্য অভজ্ঞতাও হতে পারে), সংশ্লিষ্ট দক্ষতা, কবে এই শূন্যপদের পোস্টিং হয়েছে, জব ডেস্ক্রিপশন, তারপর অ্যাপ্লাই লিঙ্ক (সেখানে লিখতে হবে প্রথম নাম, শেষ নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, জন্মতারিখ, বয়স কত বছর উলেলখ করে, প্যান নম্বর দিয়ে রেজুমে আওলোড করতে হবে), যাঁরা আগে নাম লিখিয়ে রেখেছেন সেই এগজিস্টিং ইউজারদের জন্যও লিঙ্ক আছে (সেখানে রেজুমে আপডেট করাও যাবে) যাতে লগইন করা যাবে আগের ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে (পাসওয়ার্ড ভুলে গেলে উদ্ধারের ব্যবস্থাও যথারীতি আছে। নতুন কেউ চাইলে এখানে নাম রেজিস্ট্রি করেও নিতে পারেন।

পাতায়-পাতায় শূন্যপদের বিবরণ দেওয়া রয়েছে। যেমন পাঁশকুড়ায় ব্রাঞ্চ ব্যাঙ্কিং বিভাগে ব্রাঞ্চ বিজনেস ডেভেলপমেন্ট এগজিকিউটিভের কোড নং ই১১৩: পাঁশকুড়া, ৫টি শূন্যপদ, অভিজ্ঞতা দরকার ০-২ বছরের, কাজের বিবরণও আছে।

আগে আমরা এই ব্যাঙ্ক সহ ১০টি বেসরকারি ও বিদেশি ব্যাঙ্কের নিয়মিত প্রচুর নিয়োগের কথা বলেছি (https://jibikadishari.co.in/?p=4511)।