ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ ফোর্সে সাব-ইনস্পেক্টর (টেলিকম), হেড কনস্টেবল (টেলিকম) এবং কনস্টেবল (টেলিকম) পদে ৩৯০ জন তরুণ-তরুণী নিয়োগ করা হবে।
শূন্যপদের বিন্যাস: ক) সাব–ইনস্পেক্টর (টেলিকম): ১৭ (পুরুষ ১৪, মহিলা ৩)।
খ) হেড কনস্টেবল (টেলিকম): ১৫৫ (পুরুষ ১৩২, মহিলা ২৩)।
গ) কনস্টেবল (টেলিকম): ২১৮ (পুরুষ ১৮৫, মহিলা ৩৩)।
বেতন: সাব–ইনস্পেক্টর (টেলিকম): মূল বেতন ৩৫,৪০০-১১২৪০০ টাকা। হেড কনস্টেবল (টেলিকম): মূল বেতন ২৫,৫০০-৮১,১০০ টাকা। কনস্টেবল (টেলিকম): মূল বেতন ২১,৭০০-৬৯,১০০ টাকা।
আবেদনের ফি: সাব-ইনস্পেক্টর (টেলিকম) পদের আবেদন ফি ২০০ টাকা। হেড কনস্টেবল (টেলিকম) এবং কনস্টেবল (টেলিকম) পদের আবেদন ফি ১০০ টাকা। মহিলা, প্রাক্তন সমরকর্মী এবং তফশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের আবেদন ফি লাগবে না।
আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করা যাবে ৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ২০১৮ পর্যন্ত। বিশদ বিজ্ঞাপন আইটিবিপির ওয়েবসাইটে ৪ সেপ্টেম্বর ২০১৮ থেকে পাওয়া যাবে এবং সময়মতো আমাদের পোর্টালেও বিশদে জানানো হবে। এছাড়া http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19143_6_1819b.pdf লিঙ্কে বর্তমান সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিটি দেখা যাবে।