আইবিপিএস অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার পদের কল লেটার

672
0
Primary TET Practice Set

আইবিপিএস-এর আরআরবি VIII অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) এবং অফিসার স্কেল ১ পদের জন্য অনলাইন প্রিলিমিনারি পরীক্ষার কল লেটার ডাউনলোড লিঙ্ক আপলোড করেছে। আগামী ১৮ আগস্ট পর্যন্ত অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ও আগেই ৪ আগস্ট পর্যন্ত অফিসার পদের পরীক্ষার্থীরা কল লেটার ডাউনলোড করার সুযোগ পাবেন।

প্রাথীরা নিজের রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে কল লেটার ডাউনলোড করে নিতে পারবেন। কল লেটার ডাউনলোড করার পাশাপাশি পরীক্ষার জন্য একটি নির্দেশিকাও প্রকাশ করেছে আইবিপিএস।

অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য রিজনিং ও নিউমেরিক্যাল এবিলিটি; অফিসার পদের জন্য রিজনিং ও কোয়ান্টিটেটিভ অ্যাপিটিটিউড এই দুটি বিষয়ের মোট ৮০ নম্বরের অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে। মোট ৪৫ মিনিটের পরীক্ষা।

পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য ও কল লেটার ডাউনলোড লিঙ্ক: https://www.ibps.in/crp-rrb-viii/

 

 

RRB, IBPS RRB, IBPS Exam Admit