আইবিপিএস স্পেশ্যালিস্ট অফিসার কল লেটার ডাউনলোড শুরু

726
0
IBPS Recruitment 2023

আইবিপিএস স্পেশালিস্ট অফিসার (CRP – IX) পদের অনলাইন প্রিলিমিনারি পরীক্ষার কল লেটার ডাউনলোড লিঙ্ক আপলোড করা হয়েছে। আবেদনকারীরা আগামী ২৯  ডিসেম্বর পর্যন্ত ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে নিজের প্রোফাইল থেকে কল লেটার ডাউনলোড করে নিতে পারবেন। মোট ১২৫ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। সময় থাকবে ২ ঘন্টা।

পরীক্ষা সংক্রান্ত কল লেটার ডাউনলোড লিঙ্ক – https://www.ibps.in/click-here-to-view-advertisement-for-common-recruitment-process-for-specialist-officers-ix-crp-spl-ix/

পরীক্ষা সংক্রান্ত প্রাসঙ্গিক পরামর্শ, নির্দেশ, সিলেবাস, পরীক্ষার ধরন-ধারণ, প্রশ্নোত্তরের নমুনা, ও অন্যান্য তথ্যাবলির পুস্তিকা পাবেন এই লিঙ্কে: https://www.ibps.in/wp-content/uploads/IBPS_SO_IX_2019_Eng.pdf

 

 

IBPS, IBPS Specialist Officer Call Letter