আদালতের স্থগিতাদেশ শারীর ও কর্মশিক্ষার শিক্ষক নিয়োগে

596
0
current affairs

স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সরকার পোষিত/স্পন্সর্ড বেসরকারি স্কুলগুলির আপার প্রাইমারি ক্লাসের কর্মশিক্ষা ও শারীর শিক্ষার শিক্ষক-শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়ায় ৭ দিনের স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।

এই নিয়োগের জন্য দরখাস্ত চেয়ে বিজ্ঞপ্তি বেরোয় ২০১৬ সালে, পরীক্ষা হয় ২০১৭ সালে, ফল বেরোয় ২০১৮ সালে।

কিন্তু ফলাফল নিয়ম মেনে যথাযথ ভাবে প্রকাশিত হয়নি এবং সংরক্ষণের নিয়মও মানা হয়নি, এই অভিযোগে সুবিচার চেয়ে আদালতের শরণাপন্ন হন পরীক্ষার্থীদের একাংশ।

সেই মামলার পরিপ্রেক্ষিতে আদালত আজ ২৯ জানুয়ারি ৭ দিনের জন্য নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে।