আপার প্রাইমারিতে দ্বিতীয় পর্যায়ে ভেরিফিকেশন

1245
0
SSC Upper Primary

শুরু হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি স্তরের দ্বিতীয় ফেজের ভেরিফিকেশন প্রক্রিয়া। আগামী ৬ মার্চ থেকে শুরু হবে ভেরিফিকেশন।

আপার প্রাইমারি স্তরে ইতিমধ্যে প্রথম পর্যায়ে নিয়োগ প্রক্রিয়ার পর এবার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হতে চলেছে। এ পর্যায়ে প্রায় পাঁচ থেকে ছয় হাজার প্রার্থীর ভেরিফিকেশন করা হবে বলে জানা যাচ্ছে। ৯ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ে ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি জারি হয়। ১৪ তারিখ থেকে কাজ শুরু হয়। কিছুদিনের মধ্যে পরীক্ষার্থীদের মধ্যে চিন্তা ছিল দ্বিতীয় পর্যায়ে ভেরিফিকেশনের ব্যাপারে। অবশেষে শুক্রবার অনেক রাতের দিকে বিজ্ঞপ্তি দিয়ে দ্বিতীয় পর্যায়ে ভেরিফিকেশনের ব্যাপারে জানানো হয়। মার্চ মাসের মধ্যেই সমস্ত শূন্যপদ পূরণের কাজ শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।

২ মার্চ থেকেই অবশিষ্ট পরীক্ষার্থীরা দ্বিতীয় ফেজের ভেরিফিকেশনের জন্য ওয়েবসাইট থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নিতে পারবেন। ভেরিফিকেশন করা হবে স্কুল সার্ভিস কমিশনের নবনির্মিত অফিসে। ঠিকনা: ডি কে- ৭/২, সল্ট লেক, সেক্টর-২, কলকাতা -৯১, করুণাময়ীতে আনন্দলোক হাসপাতাললের পাশে।

ইন্টিমেশন ডাউনলোডের লিঙ্ক: http://www.wbcssc.net/index.php