আরপিএফ-এ পূর্ব রেল সহ বাকি রেলগুলির জন্য ‘সি’ ও ‘ডি’ গ্রুপের কললেটার ডাউনলোড

877
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

রেলওয়ে প্রটেকশন ফোর্স ও রেলওয়ে স্পেশ্যাল প্রটেকশন ফোর্সে কনস্টেবল নিয়োগের কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষায় গ্রুপ-সি (পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল, পূর্ব-মধ্য রেল, পূর্বোপকূল) ও ডি (উত্তর, উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম, উত্তর-মধ্য রেল)-এর জন্য কললেটার ডাউনলোড করা যাচ্ছে। পরীক্ষা হবে ২-১৯ ফেব্রুয়ারি। https://constable1.rpfonlinereg.org/calllet.html লিঙ্কে ক্লিক করে ওই গ্রুপগুলির আলাদা-আলাদা লিঙ্ক পাবেন, আপনার আবেদন করা রেলের গ্রুপের লিঙ্কে ক্লিক করে যে পাতা খুলবে সেখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে ঢুকে কললেটার ডাউনলোড করতে পারেন। কোন গ্রুপের পরীক্ষা কবে তা ইতিমধ্যে আমরা জানিয়েছি (https://jibikadishari.co.in/?p=8686)।