আরপিএফে ই-গ্রুপে কনস্টেবল নিয়োগের ২য় দফার শারীরিক সক্ষমতার পরীক্ষা

727
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

রেলওয়ে প্রটেকশন ফোর্স ও রেলওয়ে প্রটেকশন স্পেশ্যাল ফোর্সে কনস্টেবল নিয়োগের জন্য ই-গ্রুপ অর্থাৎ উত্তর সীমান্ত রেলের শারীরিক সক্ষমতা ও শারীরিক মাপজোকের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার জন্য যাঁরা নির্বাচিত হয়েছেন সেই ২৪২০ জনের তালিকা দেখা যাবে এই লিঙ্কে: https://constable1.rpfonlinereg.org/documents/Constable_Group_E_Selected_Candidates_2nd_list.pdf

দ্বিতীয় পর্যায়ের ওই পরীক্ষা আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে হবে বলে এখন পর্যন্ত ঠিক আছে।