আরপিএফের এসআই পদের শারীরিক সক্ষমতা পরীক্ষার ই-অ্যাডমিট কার্ড

1122
0
RPF Constable Recruitment 2024

রেলওয়ে প্রটেকশন ফোর্স ও রেলওয়ে প্রটেকশন স্পেশ্যাল প্রটেকশন ফোর্সে সা-ইনস্পেক্টর নিয়োগের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার সফল প্রার্থীদের শারীরিক সক্ষমতা ও শারীরিক মাপজোক পরীক্ষা ও ডকুমেন্ট ভেরিফিকেশনের ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক পাওয়ার ওয়েবপেজ: https://si2.rpfonlinereg.org/Calllet.html?fbclid=IwAR1kCtOKSS7EZO_GWdgZSc3gD5LBrbiNh9POR_UWJk-yr-RGZOb0fQBQz4k

যাঁর যেমন গ্রুপ সেই অনুযায়ী এ/ বি/ সি/ ডি/ ই গ্রুপের (গ্রুপ-এফের লিঙ্ক দেওয়া হয়েছিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে: https://jibikadishari.co.in/?p=9808) লিঙ্কে ক্লিক করে (যেমন পূর্ব, পূর্ব-মধ্য, দক্ষিণ-পূর্ব ও পূর্বোপকূল রেলের জন্য গ্রুপ-সি লিঙ্কে) যে পেজ খুলবে সেখানে রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে লগ-ইন করে অ্যাডমিট কার্ড পাওয়া যায়, অন্য কোনো ভাবে কোনো কার্ড বা চিঠি দেওয়া হয় না।

একইভাবে, লিখিত পরীক্ষায় সফল হওয়া প্রার্থীদের তালিকা দেখা যাবে এই পেজের গ্রুপ লিঙ্ক থেকে: https://si1.rpfonlinereg.org/selected.html