পিএসসির জুডিশিয়াল সার্ভিস প্রিলি পরীক্ষার ই-অ্যাডমিট কার্ড

1237
0
UPSC Admit Card 2023

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ২০২০-র ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এগজামিনেশন (প্রিলিমিনারি) (বিজ্ঞপ্তি নং ১২/২০২০) হবে আগামী ১১ অক্টোবর রবিবার। এজন্য ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে আগামী ১ অক্টোবর থেকে, পাবেন এই সাইটে: https://wbpsc.gov.in. সেটি ডাউনলোড করে তার প্রিন্ট-আউট নিয়ে নিজের একটি ফটোর দুটি ডাকটিকিট মাপের কপি ও একটি সচিত্র পরিচয়পত্র সহ যথাসময়ে উপস্থিত হতে হবে পরীক্ষার দিন। একটি কালো কালির বলপয়েন্ট পেনও নিয়ে যাবেন। ই-অ্যাডমিট কার্ডে কোনো রকম অসঙ্গতি ধরা পড়লে তা অবিলম্বে কমিশনকে জানাতে হবে। সঙ্গে আরও কী-কী নিয়ে যেতে হবে বা নেওয়া/করা যাবে না তা বিজ্ঞপ্তিতে জানতে পারবেন।

এই লিঙ্কে: https://wbpsc.gov.in/Download?param1=An_20200928124906_NEW-ImportantAnnouncement2020(preliminary)-WBJS2020(1).pdf&param2=advertisement

 

 

লাইভ টিভি দেখুন:https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল