ইউপিএসসির ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (মেইন) ২০১৮ পরীক্ষাসূচি

1243
0
Indian Forest Service Examination

ইউপিএসসির ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (মেইন) এগজামিনেশন ২০১৮ শুরু হবে আগামী ২ ডিসেম্বর রবিবার। প্রতিদিন দুই অর্ধে পরীক্ষা হবে, প্রথমার্ধ সকাল ৯টা থেকে ১২টা, দ্বিতীয়ার্ধ বেলা ২টো থেকে ৫টা। দুই অর্ধে ২ ডিসেম্বর হবে যথাক্রমে জেনারেল ইংলিশ ও জেনারেল নলেজ। ৩ ডিসেম্বর কোনো পরীক্ষা নেই। ৪ ডিসেম্বর প্রথমার্ধে বটানি পেপার-১/ম্যাথমেটিক্স পেপার-১/স্ট্যাটিস্টিক্স পেপার-১। দ্বিতীয়ার্ধে বটানি পেপার-২/ম্যাথমেটিক্স পেপার-২/স্ট্যাটিস্টিক্স পেপার-২। ৫ ডিসেম্বর প্রথমার্ধে ফিজিক্স পেপার-১/জুলজি পেপার-১। দ্বিতীয়ার্ধে ফিজিক্স পেপার-২/জুলজি পেপার-২। ৬ ডিসেম্বর প্রথমার্ধে কেমিস্ট্রি পেপার-১। দ্বিতীয়ার্ধে কেমিস্ট্রি পেপার-২। ৭ ডিসেম্বর প্রথমার্ধে এগ্রিকালচার পেপার-১/ অ্যানিমাল হাজব্যান্ড্রি পেপার-১। দ্বিতীয়ার্ধে এগ্রিকালচার পেপার-২/ অ্যানিমাল হাজব্যান্ড্রি পেপার-২। ৮ ডিসেম্বর প্রথমার্ধে জিওলজি পেপার-১। দ্বিতীয়ার্ধে জিওলজি পেপার-২। ৯ ডিসেম্বর প্রথমার্ধে ফরেস্ট্রি পেপার-১। দ্বিতীয়ার্ধে ফরেস্ট্রি পেপার-২। ১০ ডিসেম্বর প্রথমার্ধে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং পেপার-১/সিভিল ইঞ্জিনিয়ারিং পেপার-১/কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পেপার-১/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পেপার-১। দ্বিতীয়ার্ধে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং পেপার-২/সিভিল ইঞ্জিনিয়ারিং পেপার-২/কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পেপার-২/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পেপার-২।

পরীক্ষাসূচি দেখা যাবে ইউপিএসসির ওয়েবসাইটে হোয়াটস নিউ (http://www.upsc.gov.in/whats-new) লিঙ্কের পাতার তালিকা থেকে বা সরাসরি এই লিঙ্কে: http://www.upsc.gov.in/sites/default/files/IFSM-Time-table-Engl.pdf