ইউপিএসসির জিওলজিস্ট নিয়োগ পরীক্ষার ধরন-ধারণ, সিলেবাস বদলাচ্ছে

860
0

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কম্বাইন্ড জিওসায়েন্টিস্ট অ্যান্ড জিওলজিস্ট এগজামিনেশন-এর পরিকল্পনা, ধাঁচ ও সিলেবাস বদলে যাচ্ছে আগামী বছর অর্থাৎ ২০২০ সাল থেকেই। কেন্দ্রীয় খনি মন্ত্রকের সঙ্গে পরামর্শ করে এই রদবদল ঘটানো হয়েছে। পরীক্ষার নামও বদলে হবে কম্বাইন্ড জিও-সায়েন্টিস্ট এগজামিনেশন।

পরোক্ষা হবে তিন ধাপে: স্টেজ-ওয়ানে প্রিলিমিনারি এগজ্যাম, সফল হলে স্টেজ-টুতে মেইন এগজ্যাম, সফল হলে স্টেজ-থ্রিতে পার্সোন্যালিটি টেস্ট। তিন স্টেজের নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে।

প্রিলিমিনারি এগজ্যাম হবে কম্পিউটার ভিত্তিক অবজেক্টিভ মাল্টিপল চয়েস ধরনের, দুই পেপারের। প্রথম পেপার ১০০ নম্বরের জেনারেল স্টাডিজ, দ্বিতীয় পেপার ৩০০ নম্বরের বিষয়ের (জিওলজি/হাইড্রোজিওলজি বা জিওফিজিক্স বা কেমিস্ট্রি— যাঁর যে বিষয়)। দুই পেপারেই সময় ২ ঘণ্টা করে।

প্রিলিতে সফল হলে মূলপর্বের পরীক্ষায় বসতে পারবেন। তাতে প্রতি শাখাতেই তিনটি পেপার থাকবে, ডেস্ক্রিপ্টিভ ধরনের।

স্টেজ-টুতে ৩ পেপারের প্রতিটিতে ২০০ নম্বর, সময় ৩ ঘণ্টা। জিওলজিস্টদের জন্য ৩টি পেপারই জিওলজির, জিওফিজিসিস্টদের ৩ পেপারই জিওফিজিক্সের, কেমিস্টদের ৩ পেপারই কেমিস্ট্রির, জুনিয়র হাইড্রোজিওলজিস্টদের প্রথম দুটি পেপার জিওলজির, ৩য় পেপার হাইড্রোজিওলজি।

জেনারেল ইংলিশ পেপার তুলে নেওয়া হল।

পার্সোন্যালিটি টেস্ট ২০০ নম্বরের।

বিস্তারিত সিলেবাস দেখা যাবে এই লিঙ্কে: https://upsc.gov.in/sites/default/files/RevisedSyllab-Geol-2020.pdf