ইউপিএসসির মাধ্যমে ১১১ মেডিক্যাল অফিসার, অ্যাসিঃ প্রফেসর, সায়েন্টিফিক অফিসার নিয়োগ

1067
0
UPSC Exam Calendar

কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে মেডিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিনিয়র সায়েন্টিফিক অফিসার প্রভৃতি পদে ১১১ জন অফিসার নিয়োগ করা হবে৷ বিজ্ঞপ্তি নম্বর: ০৭/ ২০২০৷ প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন৷

ভ্যাকান্সি নম্বর, পদের নাম, শূন্যপদ, যোগ্যতা, বয়সসীমা ও বেতন: ১. ভ্যাকান্সি নম্বর: ২০০৭০৭০১১২৫, মেডিক্যাল অফিসার/ রিসার্চ অফিসার (হোমিওপ্যাথি), মিনিস্ট্রি অব আয়ুষ, শূন্যপদ: ৩৬ (অসংরক্ষিত ১৩, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৩, ওবিসি ১১, ইডব্লুএস ৪)৷ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ স্টেট বোর্ড/ কাউন্সিল থেকে হোমিওপ্যাথি ডিগ্রি বা সমতুল এবং সেন্ট্রাল রেজিস্টার অব হোমিওপ্যাথি বা স্টেট রেজিস্টার অব হোমিওপ্যাথিতে নাম নথিভুক্ত হতে হবে৷ বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর৷ পে স্কেল লেভেল ১০ অনুযায়ী৷

২. ভ্যাকা্সি নম্বর: ২০০৭০৭০৩১২৫, স্পেশ্যালিস্ট গ্রেড থ্রি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (জেনারেল মেডিসিন), মিনিস্ট্রি অব হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, শূন্যপদ ৪৬ (অসংরক্ষিত ১৪, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২, ওবিসি ১৯, ইডব্লুএস ৬)৷ এমবিবিএস সঙ্গে সিনিয়র রেজিডেন্ট/ টিউটর/ ডেমনস্ট্রেটর/ রেজিস্ট্রার/ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর/ লেকচারার হিসাবে অন্তত তিন বছরের অভিজ্ঞতা৷ বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর৷ পে স্কেল লেভেল ১১ অনুযায়ী৷

৩. ভ্যাকান্সি নম্বর ২০০৭০৭০৪১২৫, স্পেশ্যালিস্ট গ্রেড থ্রি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (নিউরো সার্জারি), মিনিস্ট্রি অব হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, শূন্যপদ ১৪ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪, ইডব্লুএস ২)৷ এমবিবিএস এবং উল্লেখিত স্পেশ্যালিটি বা সুপার স্পেশ্যালিটিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি সঙ্গে সিনিয়র রেসিডেন্ট/ টিউটর/ ডেমনস্ট্রেটর/ রেজিস্ট্রার/ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর/ লেকচারার হিসাবে অন্তত তিন বছরের অভিজ্ঞতা৷ বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর৷ পে স্কেল লেভেল ১১ অনুযায়ী৷

৪. ভ্যাকান্সি নম্বর ২০০৭০৭০৬২২৫, সিনিয়র সায়েন্টিফিক অফিসার (বায়োলজি), ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, হোম ডিপার্টমেন্ট, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অব দিল্লি, শূন্যপদ ৬ (অসংরক্ষিত ৫, তপশিলি উপজাতি ১)৷ জুলজি/ বটানি/ অ্য্যানথ্রোপোলজি/ লাইফ সায়েন্স/ বায়োকেমিস্ট্রি/ মাইক্রোবায়োলজি/ জেনেটিক্স/ বায়োটেকনোলজি/ মলিকিউলার বায়োলজি/ ফরেন্সিক সায়েন্সে মাস্টার ডিগ্রি (জুলজি/ বটানি/ ফরেন্সিক সায়েন্সের মধ্যে যে-কোনো একটি বিষয় বিএসসি স্তরে থাকতে হবে) সঙ্গে তিন বছরের অভিজ্ঞতা৷ বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর৷ পে স্কেল লেভেল ১০ অনুযায়ী৷

৫. ভ্যাকান্সি নম্বর ২০০৭০৭০২২৫, সিনিয়র সায়েন্টিফিক অফিসার (কেমিস্ট্রি), ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অব দিল্লি, শূন্যপদ ৫ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১)৷ ফিজিক্স/ কেমিস্ট্রি/ কম্পিউটার সায়েন্স/ ফরেন্সিক সায়েন্সে মাস্টার ডিগ্রি (বিএসসি স্তরে এই চারটির মধ্যে যে-কোনো একটি বিষয় থাকতে হবে) সঙ্গে তিন বছরের অভিজ্ঞতা৷ বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর৷ পে স্কেল লেভেল ১০ অনুযায়ী৷

৬. ভ্যাকান্সিনম্বর ২০০৭০৭০৮২২৫, সিনিয়র সায়েন্টিফিক অফিসার (ডকুমেন্টস) ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, হোম ডিপার্টমেন্ট, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অব দিল্লি, শূন্যপদ ৪ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১)৷ ফিজিক্স/ কেমিস্ট্রি/ কম্পিউটার সায়েন্স/ ফরেন্সিক সায়েন্সে মাস্টার ডিগ্রি (বিএসসি স্তরে এই চারটির মধ্যে যে-কোনো একটি বিষয় থাকতে হবে) সঙ্গে তিন বছরের অভিজ্ঞতা৷ বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর৷ পে স্কেল লেভেল ১০ অনুযায়ী৷

সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

আবেদনের ফি: ২৫ টাকা৷ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে-কোনো শাখায় ক্যাশে বা এসবিআই নেটব্যাঙ্কিং বা ভিসা/ মাস্টার ক্রেডিট/ ডেবিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে৷ তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: http://www.upsconline.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অ্নলাইন আবেদন করা যাবে আগামী ১৩ আগস্ট রাত ১১.৫৯ পর্যন্ত৷ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে৷

 

লাইভ টিভি দেখুন:        https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল