ইউপিএসসির সশস্ত্র বাহিনীগুলিতে অ্যাসিঃ কম্যান্ড্যান্ট নিয়োগ পরীক্ষার ফল

671
0
Folafal Final New

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০১৮ সালের CAPF (ACs) Examination-এর লিখিত পরীক্ষার ফলের ভিত্তিতে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট/ফিজিক্যাল এফিশিয়েন্সি ও মেডিকেল টেস্টের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা বেরিয়েছে। তাঁদের ওই টেস্টের স্থান-তারিখ-সময় জানিয়ে কললেটার পাঠাবে সশস্ত্র সীমা বল। আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে কললেটার না পেলে অবিলম্বে যোগাযোগ করবেন ফোনে বা ফ্যাক্সে বা ইমেলের মাধ্যমে (The HQ, DG, Sashtra Seema Bal on Telephone No./ FAX No. 011-26104291 & e-mail ID adrectt.ssbdel@nic.in)। ইউপিএসসিকেও জানাবেন ফ্যাক্স বা চিঠিতে।

লিখিত পরীক্ষায় সফল হওয়া প্রার্থীরা প্রথমে ইউপিএসসির ওয়েবসাইটে রেজিস্ট্রশন করবেন, তারপর ডিটেইল্ড অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন, সবটাই অনলাইনে, ১৪ লানুয়ারি থেকে ২৮ জানুয়ারি বিকেল ৬টার মধ্যে। প্রাসঙ্গিক প্রমাণপত্রগুলিও স্ক্যান করে আপলোড করতে হবে। সমস্ত প্রয়োজনীয় নির্দেশাবলিও সাইটেই দেওয়া আছে।

লিখিত পরীক্ষার ফল সহ পুরো বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://www.upsc.gov.in/sites/default/files/WR-CAPF-2018-Engl_0.pdf