ইউপিএসসির সিডিএস-১ পরীক্ষার মার্কশিট, অন্যান্য পরীক্ষারও অসফলদের নম্বর

822
0
Folafal Final Pic

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০১৮ সালের কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস পরীক্ষা (১)-এর সফল পরীক্ষার্থীরা তাঁদের প্রাপ্ত নম্বর দেখে নিতে পারেন। কম্বাইন্ড মেডিকেল সার্ভিসের ফল বেরোনো পর থেকে চালু হওয়া একটি ব্যবস্থার ফলে, অসফল প্রার্থীরাও অন্যান্য নিয়োগসংস্থা যাতে সেই তাঁদের নম্বরের দেখতে পায় ও তার থেকে কর্মী পছন্দ করার সুযোগ পায় সেই উদ্দেশ্যে সেই অসফল প্রার্থীরাও তাঁদের নম্বর আপলোড করাতে ইচ্ছুক হলে সম্মতি জানাতে হয়, সেই তালিকা প্রকাশ করা হয় ভারত সরকারেরই ন্যাশনাল কেরিয়ার সার্ভিস পোর্টালে। সেই তালিকা ১ বছর দেখা যায়।

পরীক্ষার ফল বেরোনোর খবর ইতিমধ্যেই আমরা জানিয়েছিলাম (https://jibikadishari.co.in/?p=9798)।

নম্বর ঘোষণার বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: https://upsc.gov.in/sites/default/files/CDS_I_2018_PubDiscNotice_Eng.pdf

প্রাপ্ত নম্বর দেখা যাবে এই লিঙ্কে: https://upsc.gov.in/sites/default/files/MksRecdCndts-CDS-I-2018.pdf

নম্বরের কথা জানা যাবে এই লিঙ্কেও: https://upsconline.nic.in/marksheet/exam/marksheet_system/

অন্যান্য পরীক্ষার অসফল প্রার্থীদের নম্বর দেখা যাবে এই লিঙ্কে: https://upsc.gov.in/examination/public-disclosure-of-scores-through-portal