ইউপিএসসির সিভিল সার্ভিস ২০১৯ পরীক্ষার চূড়ান্ত ফল বেরোল

686
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০১৯ সালের সিভিল সার্ভিসেস (মেইন) পরীক্ষার চূড়ান্ত ফল বেরোল। ইন্টারভিউ হয়েছিল ফেব্রুয়ারি-আগস্টে। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ইন্ডিয়ান পুলিস সার্ভিস ও সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ-এ এবং গ্রুপ-বি পদসমূহে নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন মোট ৮২৯ জন (সাধারণ ৩০৪, ইডব্লুএস ৭৮, ওবিসি ২৫১, এসসি ১২৯, এসটি ৬৭)। ১৮২ (সাধারণ ৯১, ইডব্লুএস ৯, ওবিসি ৭১, এসসি ৮, এসটি ৩) জনের একটি রিজার্ভ তালিকাও রাখা হয়েছে। ১১ জনের তালিকা ধরে রাখা হয়েছে। কোথায় কত শূন্যপদ তার হিসাব সহ সফল প্রার্থীদের তালিকা দেখা যাবে এই লিঙ্কে: https://www.upsc.gov.in/sites/default/files/FR-CSE-2019-040820-ENG.pdf

 

লাইভ টিভি দেখুন :   https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল