ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার ই-অ্যাডমিট কার্ড

616
0
NET, Net, Net Online Application

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০১৯-এর সিভিল সার্ভিসেস (প্রিলিমিনারি) এগজামিনেশন হবে আগামী ২ জুন রবিবার। এজন্য ই-অ্যাডমিট কার্ড আপলোড করা হয়েছে ইউপিএসসির ওয়েবসাইটে (http://upsconline.nic.in)। সেই ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট-আউট নিয়ে সেটিই পরীক্ষার দিন নিয়ে যেতে হবে, আর কোনো অ্যাডমিট কার্ড দেওয়া হবে না। আরও বিশদ নির্দেশ সহ ইউপিএসসির ৩০ এপ্রিলের এই ঘোষণা দেখা যাবে এই লিঙ্কে: https://upsc.gov.in/sites/default/files/e-AC-Notice-CSP-19-Engl.pdf

ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে সরাসরি এই লিঙ্ক থেকে: https://upsconline.nic.in/eadmitcard/admitcard_csp_2019/instructions.php