ইউপিএসসির সেন্ট্রাল আর্মড পুলিস ফোর্সেস (অ্যাসিস্ট্যান্ট কম্যানড্যান্ট) পরীক্ষার অ্যাডমিট কার্ড

613
0
upsc admit card download

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০১৯-এর সেন্ট্রাল আর্মড পুলিস ফোর্সেস (অ্যাসিস্ট্যান্ট কম্যানড্যান্ট) এগজামিনেশনের জন্য ই-অ্যাডমিট কার্ড আপলোড করে দিয়েছে। সেটিই ডাউনলোড করে ব্যবহার করতে হবে, আর কোনো মুদ্রিত কপি পাঠানো হবে না। কার্ডে কোনো ভুল ধরা পড়লে অবিলিম্বে ইমেল করে তথ্যপ্রমাণ সহ জানাতে হবে, এই আইডিতে: soe23-upsc@gov.in । ফটো আবছা বা অস্পষ্ট থাকলে একই ফটোর দুটি কপি পরীক্ষার দিন দুই সেশনের পরীক্ষার জন্য। ই-অ্যাডমিট কার্ডে যে ফটো আইডেন্টিটির নম্বর লেখা আছে সেই কার্ডও নিয়ে যেতে হবে। এই ঘোষণাটি দেখা যাবে এই লিঙ্কে: https://upsc.gov.in/sites/default/files/E-AC-Notice_CAPF19-Eng.pdf