ইউপিএসসির ২০১৮-র এনডিএ-২ পরীক্ষার চূড়ান্ত ফল

1310
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০১৮-র ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি অ্যান্ড ন্যাভাল অ্যাকাডেমি (টু)-এর চূড়ান্ত ফল বেরিয়েছে। গত ৯ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা এবং তাতে সফল হওয়া প্রার্থীদের এরপর ইন্টারভিউয়ের ফলের ভিত্তিতে মোট ৫২০ জন চূড়ান্তভাবে সফল হয়েছেন। সফল প্রার্থীদের তালিকা দেখা যাবে এই লিঙ্কে: https://upsc.gov.in/sites/default/files/FR-NDA-II-18-Engl.pdf

আরও কোনো তথ্য জানতে চাইলে কাজের দিনগুলিতে বেলা ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে ফোন করতে পারেন এই ফ্যাসিলিটেশন কাউন্টারের কোনো নম্বরে: 011-23385271/ 011- 23381125/011-23098543