ইউরেনিয়াম কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে ১৩৬ জন গ্র্যাজুয়েট অপারেশনাল ট্রেনি কেমিক্যাল, মাইনিং মেট, বয়লার-কাম-কম্প্রেশার অ্যাটেন্ড্যান্ট, ওয়াইন্ডিং ইঞ্জিন ড্রাইভার, ব্লাস্টার, অ্যাপ্রেন্টিস মাইনিং মেট ও অ্যাপ্রেন্টিস ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে৷ এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর ০২/ ২০২০৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ২২ জুন সকাল ১০টা পর্যন্ত৷
শূন্যপদ: গ্র্যাজুয়েট অপারেশনাল ট্রেনি (কেমিক্যাল): ৪ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)৷ মাইনিং মেট-সি: ৫২ (অসংরক্ষিত ২৬, ওবিসি এনসিএল ৬, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ১৪)৷ বয়লার-কাম-কম্প্রেশার অ্যাটেন্ড্যান্ট: ৩ (অসংরক্ষিত ১, ওবিসি এনসিএল ১, তপশিলি জাতি ১)৷ ওয়াইন্ডিং ইঞ্জিন ড্রাইভার-বি: ১৪ (অসংরক্ষিত ৭, ওবিসি এনসিএল ২, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ৩)৷ ব্লাস্টার-বি: ৪ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)৷অ্যাপ্রেন্টিস (মাইনিং মেট): ৫৩ (অসংরক্ষিত ২৬, ওবিসি এনসিএল ৬, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ১৫)৷ অ্যাপ্রেন্টিস ল্যাবরেটরি অ্যাসিস্টান্ট: ৬ (অসংরক্ষিত ৩, ওবিসি এনসিএল ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)৷
শিক্ষাগত যোগ্যতা: গ্র্যাজুয়েট অপারেশনাল ট্রেনি (কেমিক্যাল): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে তিন বছরের বিএসসি (ফিজিক্স/ কেমিস্ট্রি), কম্পিউটারের জ্ঞান থাকলে অগ্রাধিকার৷ তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীরা ৫৫ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন৷
মাইনিং মেট-সি: ইন্টারমিডিয়েট সঙ্গে মাইনিং মেট সার্টিফিকেট৷
বয়লার-কাম-কম্প্রেশার অ্যাটেন্ড্যান্ট: ম্যাট্রিকুলেশন সঙ্গে ফার্স্ট ক্লাস বয়লার অ্যাটেন্ড্যান্ট সার্টিফিকেট৷
ওয়াইন্ডিং ইঞ্জিন ড্রাইভার: ম্যাট্রিকুলেশন সঙ্গে ফার্স্ট ক্লাস ওয়াইন্ডিং ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট৷
ব্লাস্টার: ম্যাট্রিকুলেশন সঙ্গে আনরেসট্রিকটেড ব্যাচেলর সার্টিফিকেট এবং ব্লাস্টার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা৷
অ্যাপ্রেন্টিস মাইনিং মেট: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ইন্টারমিডিয়েট, তপশিলি জাতি/ উপজাতিরা ৫৫ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন৷
অ্যাপ্রেন্টিস ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ম্যাট্রিকুলেশন, তপশিলি জাতি/ উপজাতিরা ৫৫ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন৷
বয়সসীমা: মাইনিং মেট পদে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর, গ্র্যাজুয়েট অপারেশনাল ট্রেনি কেমিক্যাল ও বয়লার-কাম-কম্প্রেশার অ্যাটেন্ড্যান্ট পদে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর, ওয়াইন্ডিং ইঞ্জিন ড্রাইভার ও ব্লাসটার পদে বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর ও বাকি পদগুলির ক্ষেত্রে ২৫ বছর৷ সবক্ষেত্রেই ৩০ এপ্রিল ২০২০ তারিখেরহি সেবে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷
আবেদনের ফি: ৫০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না৷ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেটব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইন ফি দেওয়া যাবে৷
আবেদনের পদ্ধতি: www.uraniumcorp.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷
বা সরাসরি https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/65230/Instruction.html লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে পারবেন৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ২২ জুন সকাল ১০টা পর্যন্ত৷ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইটে জানা যাবে৷
http://uraniumcorp.in/pdf/job/Advt.No.%20-%2002_2020.pdf লিঙ্কে গিয়ে সম্পূর্ণ নোটিসটি দেখতে পারবেন৷