ইউপিএসসির মাধ্যমে প্রতিরক্ষা ও স্বাস্থ্য বিভাগে ৪২ নিয়োগ

1663
0
UPSC Exam Calendar

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যণ মন্ত্রকে ৪২ জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ফোরম্যান ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ১১/২০২০। প্রার্থী বাছাই করবে ইউনিয়ম পাবলিক সার্ভিস কমিশন।
ভ্যাকান্সি নম্বর, শূন্যপদ, যোগ্যতা, বয়স: ১) ভ্যাকান্সি নম্বর ২০০৯১১০১৫২৬, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মিনিস্ট্রি অব ডিফেন্স), শূন্যপদ ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)। মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, অটোমোবাইলে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ব্যাচেলর ডিগ্রি সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।
২) ভ্যাকান্সি নম্বর ২০০৯১১০২৫২৬, ফোরম্যান (কম্পিউটার সায়েন্স), মিনিস্ট্রি অব ডিফেন্স, শূন্যপদ: ২ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১)। কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা অথবা কম্পিউটার সায়েন্সে মাস্টার ডিগ্রি (এমএসসি)। বয়সের ঊর্ধ্বসীমা ১৫ অক্টোবর ২০২০ তারিখের হিসেবে ৩০ বছর।
৩) ভ্যাকান্সি নম্বর ২০০৯১১০৩৫২৬, সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (কম্পিউটার), মিনিস্ট্রি অফ ডিফেন্স, শূন্যপদ ৩ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১)। কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা অথবা কম্পিউটার সায়েন্সে মাস্টার ডিগ্রি (এমএসসি)। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।
৪) ভ্যাকান্সি নম্বর ২০০৯১১০৪৫২৬, সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (ইলেক্ট্রিক্যাল), মিনিস্ট্রি অব ডিফেন্স, শূন্যপদ ২ (অসংরক্ষিত)। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।
৫) ভ্যাকান্সি নম্বর ২০০৯১১০৫৫২৬, সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল), মিনিস্ট্রি অব ডিফেন্স, শূন্যপদ: ১০ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ১)। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিগ্রি অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাসোশিয়েট মেম্বার অব ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং (এএমআইই)। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।
৬) ভ্যাকান্সি নম্বর ২০০৯১১০৬১২৬, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (ক্লিনিক্যাল হিমাটোলজি), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, শূন্যপদ ১০ (অসংরক্ষিত ৬, তপশিলি উপজাতি ১, ওবিসি ২, ইডব্লুএস ১)। এমবিবিএস ডিগ্রি সঙ্গে সিনিয়র রেসিডেন্ট/ টিউটর/ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর/ লেকচারার হিসেবে অন্তত তিন বছরের টিচিং অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর।
৭) ভ্যাকান্সি নম্বর ২০০৯১১০৭১২৬, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (ইমিউনো হিমাটোলজি), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, শূন্যপদ ৫ (অসংরক্ষিত ৪, ওবিসি ১)। এমবিবিএস ডিগ্রি সঙ্গে সিনিয়র রেসিডেন্ট/ টিউটর/ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর/ লেকচারার হিসেবে অন্তত তিন বছরের টিচিং অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর।
৮) ভ্যাকান্সি নম্বর ২০০৯১১০৮১২৬, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (মেডিক্যাল অনকোলজি), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, শূন্যপদ ২ (অসংরক্ষিত)। এমবিবিএস সঙ্গে সিনিয়র রেসিডেন্ট/ টিউটর/ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর/ লেকচারার হিসেবে অন্তত তিন বছরের টিচিং অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর।
৯) ভ্যাকান্সি নম্বর ২০০৯১১০৯১২৬, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (নিওনেটোলজি), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, শূন্যপদ ৬ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি ২, ইডব্লুএস ১)। এমবিবিএস ডিগ্রি সঙ্গে সিনিয়র রেসিডেন্ট/ টিউটর/ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর/ লেকচারার হিসেবে অন্তত তিন বছরের টিচিং অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর।
সবক্ষেত্রেই ১৫ অক্টোবর ২০২০ তারিখের হিসেবে বয়স ধরা হবে এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে ১৫ অক্টোবর ২০২০ তারিখের মধ্যে।
আবেদনের ফি: ২৫ টাকা। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে কোনো শাখায় ক্যাশে বা এসবিআই নেট ব্যাঙ্কিং বা ভিসা/ মাস্টার ক্রেডিট/ ডেবিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: http://www.upsconline.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর রাত ২৩.৫৯ পর্যন্ত।
https://www.upsc.gov.in/sites/default/files/AdvtNo-11-2020-Engl_0.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল