রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণে ৮ সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

1823
0
psc-engineer-picture

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ন্যাশনাল হেলথ মিশনে ৮ জন সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। রিক্রুটমেন্ট নোটিস নম্বর: SHFWS/203.

পারিশ্রমিক: প্রতি মাসে ২০৮০০ টাকা।

বয়সসীমা: ১ এপ্রিল ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সঙ্গে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা, কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে। প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা, কম্পিউটার টেস্ট, স্ক্রিনিং ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ১০০ টাকা। অনলাইন ও অফলাইন দুটি পদ্ধতিতেই ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। এই রেজিস্ট্রেশন করা যাবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত, অনলাইন আবেদন পুরোপুরি শেষ করতে হবে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত। পোস্টিং হবে আলিপুরদুয়ার, বাসিহাট এইচডি, কোচবিহার, দার্জিলিং এমএমপি জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, নদিয়া, নন্দীগ্রাম এইচডিতে।

https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/SAE_RECRUITMENT_NOTICE_SEPT_2020.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল