ইন্টেলিজেন্স ব্যুরোতে ২৭ অফিসার

795
0
upsc admit card download

স্বরাষ্ট্র দপ্তরের অধীন ইন্টেলিজেন্স ব্যুরোতে ২৭ জন ডেপুটি সেন্ট্রাল ইন্টেবিজেন্ট অফিসার (টেকনিক্যাল) নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ভ্যাকান্সি নম্বর: ১৯১২১৮০২৬২৮।

শূন্যপদের বিন্যাস: ২৭ (অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ১, ওবিসি ৯, ইডব্লুএস ৩)।

বয়স: ১৬ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর ডিগ্রি (বিই/ বিটেক) বা বিএসসি (ইঞ্জিনিয়ারিং) অথবা ইলেক্ট্রনিক্স/ টেলিকমিউনেকশন সহ ফিজিক্সে মাস্টার ডিগ্রি। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১৬ জানুয়ারি ২০২০ মধ্যে।

আবেদনের ফি: ২৫ টাকা। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে-কোনো শাখায় ক্যাশে ফি দেওয়া যাবে, এছাড়াও এসবিআইয়ের নেট ব্যাঙ্কিং বা ভিসা/ মাস্টার ক্রেডিট/ ডেবিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: http://www.upsconline.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।