ইন্ডিয়ান অয়েলে ৩৮০ অ্যাপ্রেন্টিস

887
0
haldia refinery recruitment 2023

ইন্ডিয়ান অয়েলে ৩২০ জন টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ও ৬০ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: PL/HR/ESTB/APPR-2019(2).

ইস্টার্ন রিজিয়ন পাইপলাইনের শূন্যপদ: পশ্চিমবঙ্গ: ৩৯ (অসংরক্ষিত ১৯, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ১, ওবিসি ৮, ইডব্লুএস ৩)। এইসবের মধ্যে ২টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। বিহার: ২৬ (অসংরক্ষিত ১৩, তপশিলি জাতি ৪, ওবিসি ৭, ইডব্লুএস ২)। এইসবের মধ্যে ২টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। অসম: ২৩ (অসংরক্ষিত ১২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২, ওবিসি ৬, ইডব্লুএস ২)।এইসবের মধ্যে ১টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। উত্তর প্রদেশ: ১২ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ২, ওবিসি ৩, ইডব্লুএস ১)। এইসবের মধ্যে ১টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।

সাদার্ন রিজিয়ন পাইপলাইন (তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ), সাউথ ইস্টার্ন রিজিয়ন পাইপলাইন (ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড), ওয়েস্টার্ন রিজিয়ন পাইপলাইন (গুজরাট, রাজস্থান), নর্দার্ন রিজিয়ন পাইপলাইন (হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড) শূন্যপদের বিন্যাস সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।

যোগ্যতা: টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল: মেকানিক্যাল/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা (অন্তত এক বছরের আইটিআই করার পর লেটারাল এন্ট্রিতে দু বছরের ডিপ্লোমাও গ্রাহ্য)।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেক্ট্রিক্যাল: ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের তিন বছরের ডিপ্লোমা (অন্তত এক বছরের আইটিআই করার পর লেটারাল এন্ট্রিতে দু বছরের ডিপ্লোমাও গ্রাহ্য)।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন: ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড রেডিও কমিউনিকেশন/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল/ ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের তিন বছরের ডিপ্লোমা (অন্তত এক বছরের আইটিআই করার পর লেটারাল এন্ট্রিতে দু বছরের ডিপ্লোমাও গ্রাহ্য)।

ট্রেড অ্যাপ্রেন্টিস (অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স): সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে পূর্ণ সময়ের ব্যাচেলর ডিগ্রি।

ট্রেড অ্যাপ্রেন্টিস (অ্যাকাউন্ট্যান্ট): সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে পূর্ণ সময়ের ব্যাচেলর ডিগ্রি।

ডেটা এন্ট্রি অপারেটর (ফ্রেশার অ্যাপ্রেন্টিস): দ্বাদশ শ্রেণি পাশ, এক্ষেত্রে গ্র্যাজুয়েট প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর (স্কিল সার্টিফিকেটধারী): দ্বাদশ শ্রেণি পাশ সঙ্গে ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটরে অন্তত এক বছরের স্কিল সার্টিফিকেট থাকতে হবে। গ্র্যাজুয়েট প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

সবক্ষেত্রেই তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীরা নম্বরে ৫ শতাংশ ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩১ অক্টোবর ২০১৯ তারিখের মধ্যে।

বয়সসীমা: ৩১ অক্টোবর ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: http://plis.indianoilpipelines.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।