ইন্ডিয়ান ইনস্টিটিউট অব পেট্রলিয়াম অ্যান্ড এনার্জিতে ৩০

1468
0

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব পেট্রলিয়াম অ্যান্ড এনার্জিতে একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর :  IIPE/NTS/01/2020-21, June 2020

শূন্যপদ— লাইব্রেরিয়ান ১ (অসংরক্ষিত), ডেপুটি লাইব্রেরিয়ান ১ (এসসি), অফিসার আইটি ৩ (অসংরক্ষিত), সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট ১ (অসংরক্ষিত), সেক্রেটারি  রেজিস্ট্রার ১ (অসংরক্ষিত), গেস্ট হাউস ম্যানেজার ১ (অসংরক্ষিত), টেকনিশিয়ান ৫ (অসংরক্ষিত ৩, এসসি ১, ওবিসি ১), টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ১৩ (অসংরক্ষিত ৫, এসসি ১, এসটি ১, ওবিসি ৪, ইডব্লিউএস ২), ল্যাব অ্যাসিস্ট্যান্ট ৪ (অসংরক্ষিত ২, ওবিসি ১, এসসি ১)।

লাইব্রেরিয়ান: লাইব্রেরি সায়েন্স /ডকুমেন্টেশন সায়েন্স / ইনফরমেশন সায়েন্স নিয়ে  মাস্টার ডিগ্রি। ১৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। লাইব্রেরি সায়েন্স নিয়ে পিএইচডি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার। বয়সের ঊর্ধ্বসীমা ৫৭।

ডেপুটি লাইব্রেরিয়ান: লাইব্রেরি সায়েন্স /ডক্যুমেন্টেশন সায়েন্স / ইনফরমেশন সায়েন্স নিয়ে  নম্বর সহ মাস্টার ডিগ্রি। ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। লাইব্রেরি সায়েন্স নিয়ে পিএইচডি এবং কম্পিউটার এপ্লিকেশনে গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার। বয়সের ঊর্ধ্বসীমা ৫০।

অফিসার আইটি: স্বীকৃত ইউনিভার্সিটি থেকে বিটেক/বিই/এমটেক/এমই বা এমসিএ থাকতে হবে। ১০ বছরের কাজের অভিজ্ঞতা সহ ৬  বছর হাতে কলমে নেটওয়ার্ক, ক্লাউড, সিকিউরিটি অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করে থাকতে হবে। সিসকো থেকে সিসিএনএ/সিসিডিএ/সিসিএনপি/সিসিআইই/ সিসিডিই/সিসিএআর সার্টিফিকেট থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৪০।

সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট: পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন/ম্যানেজমেন্ট/অ্যাকাউন্টিং/এইচআর নিয়ে গ্র্যাজুয়েট বা ম্যানেজমেন্ট ডিগ্রি থাকতে হবে। ১০ বছরের কাজের অভিজ্ঞতা যার মধ্যে ৩ বছর অফিস সুপারিন্টেন্ডেন্ট /এস্টেট ম্যানেজমেন্ট/এইচআর হিসাবে কাজ করে থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৪০। ড্রাফটিং  নলেজ, কম্পিউটার অ্যাপ্লিকেশন, স্পোকেন নলেজ অব হিন্দি, ইংলিশ ও  তেলুগু থাকলে অগ্রাধিকার। বয়সের ঊর্ধ্বসীমা ৪০।

সেক্রেটারি টু রেজিস্ট্রার: যে-কোনো শাখায় গ্র্যাজুয়েট ডিগ্রি, ৫ বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন নলেজ ও ৫০টি শব্দ প্রতি মিনিট টাইপ স্পিড থাকতে হবে। পাবলিক রিলেশন/জার্নালিজম/এইচআর ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার। বয়সের ঊর্ধ্বসীমা ৩৫।

টেকনিশিয়ান (কেমিক্যাল/পেট্রোলিয়াম/মেকানিক্যাল): সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা বিই বা বিটেক থাকতে হবে। ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন জানতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৩৫।

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: যে-কোনো শাখায় স্নাতক বা পিজি ডিগ্রি, ৫ বছরের কাজের অভিজ্ঞতা, কম্পিউটার অ্যাপ্লিকেশন জানতে হবে। ৩৫  শব্দ প্রতি মিনিট টাইপিং স্পিড থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৩৫।

ল্যাব অ্যাসিস্ট্যান্ট  (কেমিকেল, পেট্রোলিয়াম, মেকানিক্যাল,জিওলোজি ): ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং / বিটেক/বিই বা এমএসসি থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে। ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৩৫।

আবেদন— প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে, আগামী ২৪ জুলাইয়ের মধ্যে। কোনও আবেদন ফি লাগবে না।

আবেদনের জন্য ওয়েবসাইট ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখার লিঙ্ক: http://iipe.ac.in/post/career

 

 

IIPA, Centra Government Job, Government Job

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল