উচ্চপ্রাথমিকের মেধাতালিকা এক সপ্তাহের মধ্যে: উচ্চ আদালতের নির্দেশ

953
0
School Service Upper Primary, SSC Upper Primary, WBSSC Upper Primary TET,

রাজ্য স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সরকার পোষিত/স্পন্সর্ড বেসরকারি স্কুলগুলিতে উচ্চপ্রাথমিক (৫ম-৮ম) সহশিক্ষক-শিক্ষিকা নিয়োগের প্রক্রিয়ায় মেধাতালিকা প্রকাশ ও নিয়োগে অনুমতি দিল কলকাতা উচ্চ আদালত। মামলা যদিও এখনও চলছে, আদালত জানিয়েছে, একসপ্তাহের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে। সেইমতো নিয়োগ হলেও শেষ পর্যন্ত অবশ্য মামলার চূড়ান্ত রায়ের ওপর সবটা নির্ভর করবে। আদালত জানিয়েছে, মেধাতালিকায় যেন প্রার্থীর টেট-এ পাওয়া নম্বর, শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর, পেশাগত যোগ্যতা অর্থাৎ প্রশিক্ষণের ওপর পাওয়া নম্বর ও ইন্টারভিউয়ে পাওয়া নম্বর দেখিয়ে যোগফলের ভিত্তিতে মোট নম্বর দেখানো হয়। তারপরও কেউ যদি দেখেন তাঁর থেকে কম নম্বর পাওয়া কাউকে মেধাতালিকায় তাঁর চেয়ে ওপরে রাখা হয়েছে, তিনি সেই অভিযোগ কমিশনকে লিখিতভাবে জানাতে পারবেন নির্দিষ্ট সময়ের মধ্যে।

১৪, ৩৩৯ টি আপার প্রাইমারি শিক্ষক পদে নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন। হাইকোর্টের এই নির্দেশের মধ্যেই তৎপরতা শুরু করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। পুজোর আগেই যাতে ফল প্রকাশ করে দেওয়া যায়, সেরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বেসরকারি সূত্রে জানা গিয়েছে।

 

 

 

 

School Service Upper Primary, SSC Upper Primary, WBSSC Upper Primary TET