উচ্চমাধ্যমিকের পর জিডি বিড়লা স্কলারশিপ

884
0
GD Birla Scholarship

জি ডি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছে। স্টেট বোর্ডের ক্ষেত্রে ৮০ শতাংশ এবং সেন্ট্রাল বোর্ডের ক্ষেত্রে যাঁরা ৮৫ শতাংশ নম্বর নিয়ে ২০১৮ সালে দ্বাদশ শ্রেণি পাশ করছেনে বা করবেন তাঁরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। যে-কোনো বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউটে সায়েন্স, হিউম্যানিটিজ, ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, আর্কিটেকচার, কমার্স, ল, চার্টার্ড/ কস্ট অ্যাকাউন্ট্যান্সি, কোম্পানি সেক্রেটারিশিপ কোর্সের জন্য এই স্কলারশিপ দেওয়া হবে। প্রতিটি ছাত্রছাত্রীকে প্রতি বছর ৫০০০০ টাকার স্কলারশিপ সর্বোচ্চ চার বছর দেওয়া হবে (টিউশন ফি+হোস্টেল ফি)। এছাড়াও প্রথম বছরে বই কেনার জন্য ৭০০০ টাকা দেওয়া হবে। www.gpbirlaedufoundation.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৫ জুলাই ২০১৮ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।