উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ২ স্কুলে চাকরি

1199
0
Teacher Recruitment

উত্তর ২৪ পরগনার স্কুলে চাকরি

৩০ জুন ২০২০ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর নিয়ে কম্বিনেশনে ইংরেজি সহ বিএ পাস বিএড শারীরিক প্রতিবন্ধী সহশিক্ষক নিয়োগ করা হবে। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ২৩ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: প্রধান শিক্ষক, কপিলেশ্বরপুর হাই স্কুল (উঃমাঃ), পোঃ কপিলেশ্বরপুর, জেলা উত্তর ২৪ পরগনা, পিন ৭৪৩২৪৭। মোবাইল নম্বর: ৯৪৭৪১৯২৭০২।

 

দক্ষিণ ২৪ পরগনার স্কুলে চাকরি

৩০ জুন ২০২০ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে ইংরেজি সহ বিএ পাস বিএড তপশিলি উপজাতি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ২৩ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Moushini Co-operative High School (HS), PO Bagdanga, Namkhana, 24 Pgs (S), Pin 743357.