উত্তর-পূর্ব সীমান্ত রেলে মেডিক্যাল প্র্যাক্টিশনার নিয়োগ

1141
0
medical officer recruitment
Doctor in front of a bright background

উত্তর-পূর্ব সীমান্ত রেলে আলিপুরদুয়ার ডিভিশনে ২০ জন মেডিক্যাল প্র্যাক্টিশনার নিয়োগ করা হবে৷ বিশ্বব্যাপী মহামারী কোভিড-১৯ সম্পর্কিত জরুরি কালীন পরিস্থিতিতে আলিপুরদুয়ার ডিভিশনে চুক্তির ভিত্তিতে এক মাসের জন্য এই নিয়োগ হবে৷ অবসরপ্রাপ্ত চিকিৎসকরা আবেদন করতে পারবেন৷

বয়সসীমা: বয়স হতে হবে ৬৫ বছরের কম৷

পারিশ্রমিক: মাসে ৭৫০০০ টাকা, এইচআরএ এবং ট্রান্সপোর্ট আলাউয়েন্স সহ৷

প্রার্থী বাছাই পদ্ধতি: ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷

ইন্টারভিউয়ের তারিখ ও সময়: ইন্টারভিউ হবে আগামী ৪ এপ্রিল সকাল ১১০টায়৷ ইন্টারভিউয়ের দিন যাবতীয় প্রাসঙ্গিক প্রমাণপত্রাদির মূল ও জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে৷

ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা: চিফ মেডিকেল সুপারিন্টেন্ডেন্ট-এর অফিস, আলিপুরদুয়ার ডিভিশন, এনএফ রেলওয়ে৷ www.nfr.indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন৷