উত্তর ২৪ পরগনা ও আলিপুরদুয়ারের ৩ স্কুলে চাকরি

636
0
Teacher Recruitment

উত্তর ২৪ পরগনার স্কুলে চাকরি

  • ডেপুটেশন ভ্যাকান্সিতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ বায়োসায়েন্সে গ্র্যাজুয়েট বিএড অসংরক্ষিত টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ৭ ডিসেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: নজরুল নগর জুনিয়র হাই স্কুল, গ্রাম নজরুল নগর, পোঃ খাসবালান্দা, থানা হাড়োয়া, উত্তর ২৪ পরগনা। মোবাইল নম্বর: ৭০৬৩০৮৪৬৫১।
  • ডেপুটেশন ভ্যাকান্সিতে বিএসসি (পিওর সায়েন্স) ওবিসি এ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিকা চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ৬ ডিসেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: মছলন্দপুর ভূদেব স্মৃতি বালিকা বিদ্যালয় (উঃ মাঃ), গ্রাম+পোস্ট মছলন্দপুর, উত্তর ২৪ পরগনা, পিন ৭৪৩২৮৯।

আলিপুরদুয়ারের স্কুলে চাকরি

১৫ মার্চ ২০১৯ তারিখ পর্যন্ত ম্যাটারনিটি লিভ ভ্যাকান্সিতে কম্বিনেশনে ইংরেজি সহ বিএ পাস বিএড অসংরক্ষিত মহিলা অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। ট্রেনিং থাকলে অগ্রাধিকার। বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট জেরক্স সহ ৬ ডিসেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The President, Sonarpur B. K. Girls’ High School, Sonarpur, Alipurduar.