উত্তর ২৪ পরগনা ও হাওড়ার ২ স্কুলে চাকরি

1410
0
Teacher Recruitment

উত্তর ২৪ পরগনার স্কুলে চাকরি

মেটারনিটি লিভ ভ্যাকান্সিতে কম্বিনেশনে জিওগ্রাফি সহ পাস গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। বিএড থাকলে অগ্রাধিকার। বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদির একসেট জেরক্স সহ আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Banipur Baniniketan High School (HS), PO Banipur, PS Habra, PIN-743233.

 

হাওড়ার স্কুলে চাকরি

৩০ জুন ২০২০ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে বিএসসি (ম্যাথমেটিক্স) বিএড তপশিলি জাতি ইসি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Islampur Adarsha Madhyamik Vidyalaya (HS), Vill+PO Islampur, Dist Howrah, PIN-711401.