উত্তর ২৪ পরগনায় স্কুলে চাকরি

527
0
north24parganas-picture

৩১ জুন ২০১৮ তারিখ পর্যন্ত  ডেপুটেশন ভ্যাকান্সিতে চার জন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। ১) পদার্থ বিদ্যায় গ্র্যাজুয়েশন অসংরক্ষিত, ২) গণিতে গ্র্যাজুয়েশন অসংরক্ষিত, ৩) গণিতে গ্র্যাজুয়েশন তপশিলি জাতি, ৪) জীবন বিজ্ঞানে গ্র্যাজুয়েশন ওবিসি বি। সকল ক্ষেত্রেই ট্রেনিং থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১৫ ডিসেম্বর ২০১৭ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

ঠিকানা: The Secretary, Malatipur High School, PO: Chaita, Dist: North 24 Pgs, Pin: 743445.