উত্তর ২৪ পরগনা জেলার ন্যাশনাল হেলথ মিশনের অধীনে একাধিক পদে চুক্তির ভিত্তিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর– DH&FWS/NHM/2019/435, Dated: 28.02.2019.
শূন্যপদ—
ল্যাব টেকনিশিয়ান ১৮ (অসংরক্ষিত ৪, এসসি ৭, এসটি ৬, ওবিসি-এ ১), স্টাফ নার্স জিএনএম ২ (অসংরক্ষিত ১, এসসি ১), কাউন্সেলর ৩ (অসংরক্ষিত ২, এসসি ১), ব্লক অ্যাকাউন্ট ম্যানেজার ২ (অসংরক্ষিত ১, এসসি ১)। আরও নানা পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা—
ল্যাব টেকনিশিয়ান: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি/অঙ্ক সহ উচ্চমাধ্যমিক উত্তীর্ণ এবং সঙ্গে এআইসিটিই / বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা। কম্পিউটার জানা, এমএস অফিস , ইন্টারনেট সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। বয়সসীমা ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছর।
স্টাফ নার্স: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত প্রতিষ্ঠান থেকে জিএনএম পাশ। থ্যালাসেমিয়া রোগীদের নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর।
কাউন্সেলর: সোশিওলজি বা অ্যাপ্লায়েড সাইকোলজি নিয়ে এমএ/এমএসসি থাকতে হবে। সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।
ব্লক অ্যাকাউন্ট ম্যানেজার: বাণিজ্য নিয়ে স্নাতক ডিগ্রি, এমএস অফিস সহ কম্পিউটার জানা, ল্যান সিস্টেমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অ্যাকাউন্টিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর।
আবেদন পদ্ধতি— একজন প্রার্থী সর্বাধিক দুটি পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন ফি হিসাবে ১০০ টাকা (সংরক্ষিত শ্রেণির জন্য ৫০ টাকা) ক্যাশ ডিপোজিট করতে হবে। Bank Of India, IFSC Code: BKID0004242, Barasat Branch-এর A/C number: 424210100036711-তে in favour of “District Health & Family Welfare Samiti”।
আগামী ৫ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে নির্ধারিত ফর্মে। পূরণ করা আবেদন পত্রের সঙ্গে আবেদন ফি জমা দেওয়ার স্লিপ দিতে হবে, অন্যান্য প্রয়োজনীয় নথির কপিও দিতে হবে।
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা: Office of the Chief Medical Officer of Health, Banamalipore, Barasat,
North 24 Parganas, PIN-700124
এই পদগুলি ছাড়াও আরও কয়েকটি শূন্যপদের উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে।
আবেদনের ফর্ম সহ বিজ্ঞপ্তি দেখার লিঙ্ক:
WB Health, North 24 Parganas Recruitment