এইমসে ১৯২ জুনিয়র রেসিডেন্ট

820
0
WB Health Recruitment

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে ১৯২ জন জুনিয়র রেসিডেন্ট (নন-অ্যাকাডেমিক) নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নং No.F.07/2018-Acad.I নিচের যোগ্যতার যেন-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করা যাবে ৫ জুন ২০১৮ তারিখ পর্যন্ত।

যোগ্যতা: কোনো স্বীকৃত এমসিআই/ ডিসিআই থেকে এমবিবিএস/ বিডিএস পাশ বা সমতুল। ১ জুলাই ২০১৫ থেকে ৩০ জুন ২০১৮ সালের মধ্যে যাঁরা পাশ করেছেন বা করবেন তাঁরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। জয়েনিংয়ের আগে ডিএমসি/ ডিডিসি/ এমসিআই/ স্টেট রেজিস্ট্রেশন করে থাকতে হবে।

আবেদনের পদ্ধতি: www.aiimsexams.org লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৫ জুন ২০১৮ তারিখ পর্যন্ত। কোন-কোন দপ্তরে কত জন নিয়োগ করা হবে সে সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে।