একাদশ-দ্বাদশের কাউন্সেলিং স্থগিত রাখল এসএসসি, এসএলএসটির মেধাতালিকা ১৬ জুলাই

724
3
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

রাজ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত/স্পন্সর্ড বেসরকারি স্কুলগুলিতে একাদশ-দ্বাদশ শ্রেণির সহশিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশনের ২০১৬-র ১ম এসএলএসটির ফলপ্রকাশের পর কাউন্সেলিংয়ের সূচি ঘোষিত হয়েছিল, কিন্তু পুরো মেধাতালিকা প্রকাশের দাবিতে একটি মামলার অন্তর্বর্তী রায়ে সেই কাউন্সেলিং কর্মসূচির ওপর আদালত স্থগিতাদেশ দিয়েছে। সেখবর আমরা আগেই জানিয়েছি (https://jibikadishari.co.in/?p=6347)।

গতকাল স্কুল সার্ভিস কমিশনও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১৬ তারিখ থেকে নির্ধারিত সেই কাউন্সেলিং স্থগিত রাখা হল। আরও জানানো হয়েছে, আদালতের নির্দেশ মাফিক ওই এসএলএসটির সফল ও ওয়েটলিস্টেড প্রার্থীদের মেধাতালিকা ওয়েবসাইটে (www.westbengalssc.com) দেওয়া হবে ১৬ জুলাই। তারপর কাউন্সেলিংয়ের পরিবর্তিত সূচি শীঘ্রই ওয়েবসাইটে জানানো হবে। স্কুল সার্ভিস কমিশনের কাউন্সেলিং স্থগিতের এই বিজ্ঞপ্তি (Memo. No.683/6602(II)/CSSC/ESTT/2018, Date: 13.07.2018) দেখা যাবে এই লিঙ্কে:

http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/Notice_Counselling%20of%20Xi-XII-II-13.07.2018.pdf