এনইউএইচএমে ৯০ মেডিক্যাল অফিসার

1197
0
KMC Recruitment 2023

ন্যাশনাল আরবান হেলথ মিশনের অধীন কলকাতার আরবান প্রাইমারি হেলথ সেন্টার পূর্ণ ও আংশিক সময়ের জন্য ৯০ জন মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে৷ বি*প্তি নম্বর: 02/Kolkata City NUHM Society/2020-21.

শূন্যপদ: মেডিক্যাল অফিসার (পূর্ণ সময়ের): ৪২ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ১৪, তপশিলি উপজাতি ৪, ওবিসি এ ৯, ওবিসি বি ৮, অসংরক্ষিত শারীরিক প্রতিবন্ধী ২)৷

মেডিক্যাল অফিসার (আংশিক সসময়ের): ৪৮৷

পারিশ্রমিক: মেডিক্যাল অফিসার (পূর্ণ সময়ের) পদে প্রতি মাসে ৪০০০০ টাকা এবং মেডিক্যাল অফিসার (আংশিক সময়) পদে প্রতি মাসে ২৪০০০ টাকা৷

যোগ্যতা: মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে এমবিবিএস এবং এক বছরের কম্পালসারি ইন্টার্নশিপ৷

বয়সসীমা: ১ আগস্ট ২০২০ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৬২ বছর৷

ইন্টারভিউয়ের তারিখ ও স্থান: ইন্টারভিউ হবে আগামী ১৪ আগস্ট ১১.৩০ মিনিটে, ঠিকানা- Room No 254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5, S.N.Banerjee Road, Kolkata 700013.

ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে৷www.kmcgov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে৷ বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে:

https://www.kmcgov.in/KMCPortal/downloads/Recruitment_MO_04082020.pdf

 

 

 

 

লাইভ টিভি দেখুন:     https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল