এসএলএসটি : মেধা তালিকার পরেও ফের মামলা

635
0
ssc answer key

স্কুল সার্ভিস কমিশনের এস এল এস টি একাদশ-দ্বাদশ শ্রেণির সহশিক্ষক নিয়োগ নিয়ে ফের মামলা। গত সপ্তাহেই জীবিকা দিশারী ওয়েবসাইটে জানানো হয়েছিল, পূর্ণ মেধা তালিকা প্রকাশ না করে কাউন্সেলিংয়ের নোটিস দিয়ে দেওয়ার জন্য মামলা দায়ের করা হয় হাইকোর্টে। সেই মামলার পরিপ্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশন থেকে মেধা তালিকা ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়। কিন্তু সেই তালিকায় পুরো নম্বর অর্থাৎ শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা, লিখিত পরীক্ষা, মৌখিক— এসবের ভিত্তিতে প্রাপ্ত নম্বর-এর কোনো উল্লেখ নেই। এই বিষয়ের পরিপ্রেক্ষিতে ফের মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলাকারীদের বক্তব্য, সম্পূর্ণ নম্বর ভিত্তিক পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশের কথা নিয়মের মধ্যে থাকলেও, যে তালিকা প্রকাশিত তাতে ফলাফল স্পষ্ট হচ্ছে না, তাছাড়া কাউন্সেলিংয়ের জন্য ১:১.৪ জনকে ডাকার কথা, সেখানে মেধাতালিকায় আরও বেশি জনের নাম আছে। এইসব কারণে ফের মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, এই শিক্ষক পদে নিয়োগের জন্য গত ১৬ জুলাই থেকে কাউন্সেলিং শুরু হওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত হয়েছে। পরবর্তী কাউন্সেলিংয়ের দিনক্ষণের ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি।

অন্যদিকে আগামী ২৭ জুলাইয়ের মধ্যে রাজ্য সরকারের আদালতে স্কুল শিক্ষক নিয়োগের মামলা সংক্রান্ত বিষয়ে হলফনামা দেওয়ার নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টের। একটি ছাত্র ও শিক্ষকদের যৌথ সংগঠন আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছে, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের ব্যাপারে বিভিন্ন মামলার ভিত্তিতে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট কিছু নির্দেশিকা আছে। সেগুলি উপেক্ষা করেই স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। বিচারপতি পুরোনো আদেশগুলি খতিয়ে দেখে রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তরের কাছে হলফনামা চেয়ে পাঠিয়েছেন। মামলাটির শুনানি রয়েছে আগামী ১১ আগস্ট।