এসএসসি ওয়ার্ক ও ফিজিক্যাল এডুকেশনের চূড়ান্ত ফলপ্রকাশ

859
0
West Bengal HS Result 2023

প্রকাশিত হল আপার প্রাইমারি স্তরে ওয়ার্ক এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশন বিষয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল।

রাজ্য স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ফলাফল  জানার লিঙ্ক আপলোড করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ফলাফলের মধ্যে ১০% আসন প্যারা-টিচার (পার্শ্বশিক্ষক)-এর জন্য সংরক্ষিত রয়েছে। সহ-শিক্ষক নিয়োগ ২০১৬ (কর্ম শিক্ষা ও শারিরীশিক্ষা ) ফলাফল দেখার জন্য লিঙ্কে গিয়ে নিজের জন্ম-তারিখ ও ১৪ ডিজিট রোল নম্বর দিয়ে লগইন করতে হবে।

ফল জানার লিঙ্ক –  http://www.westbengalssc.com/sscorg/wbssc/slst1WedPhedFinalResultInserv/searchResult/

 

 

SSC, SSC Result, School Service Result, Work & Physical Education Recruitment