এসএসসি সিলেকশন পোষ্ট বিজ্ঞপ্তির কিছু সংশোধনী

928
0
SSC Stenographer Recruitment 2023

স্টাফ সিলেকশন কমিশনে মাধ্যমে Phase VII/2019 সিলেকশন পোস্টের নিয়োগের বিজ্ঞপ্তির কিছু সংশোধনী প্রকাশ করা হয়েছে।

র্নাটকব্যাঙ্গালুরু রিজিয়নের

(পোস্ট কোড KK11319) মেডিকেল অ্যাটেন্ডেন্টের  শূন্যপদ ছিল ১২, হবে ১১

(পোস্ট কোড KK11419) লেডি মেডিকেল অ্যাটেন্ডেন্টের  শূন্যপদ ছিল ১১, হবে ১২

(পোস্ট কোড KK11919) ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের শূন্যপদ ছিল ২, হবে ১

(পোস্ট কোড KK12019) ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের শূন্যপদ ছিল ১, হবে ২

(পোস্ট কোড KK11519) ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের পে ব্যান্ড ছিল ৪, সেটা পে-লেভেল ১ হবে।

মধ্যপ্রদেশ সাবরিজিয়নের

(পোস্ট কোড MP10319) ফটোগ্রাফার পদের নাম পরিবর্তিত হয়ে হবে ফটোগ্রাফার, ডক্যুমেন্ট ডিভিশন

(পোস্ট কোড MP10819) নার্সিং অফিসার পদের শূন্যপদ ছিল ৫,  সেটা ৭ হবে।

 

নর্থ ওয়েস্টার্ন রিজিয়নের জন্য

(পোস্ট কোড NW11819) ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদের বয়সসীমা ছিল ৫, সেটা হবে ৭।

ওয়েস্টার্ন রিজিয়নের জন্য

(পোস্ট কোড WR10419) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের শূন্যপদ ৬, সেখানে সংশোধনী অনুযায়ী ১ টি পদ ভিসুয়ালি হ্যান্ডিক্যাপডদের জন্য সংরক্ষিত থাকবে।

(পোস্ট কোড WR11019) টেকনিক্যাল অফিসার পদের শূন্যপদ ছিল ৩১, সেখানে সংশোধনী অনুযায়ী ১ টি পদ ভিসুয়ালি হ্যান্ডিক্যাপডদের জন্য সংরক্ষিত থাকবে।

(পোস্ট কোড WR11119) জুনিয়র ইঞ্জিনিয়ার পদ ১০ টি শূন্যপদ ছিল, সেটার সংশোধনী অনুযায়ী ১ টি পদ হিয়ারিং হ্যান্ডিক্যাপডদের জন্য সংরক্ষিত থাকবে।

(পোস্ট কোড WR11719) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের শূন্যপদ ছিল ৬, সেটার সংশোধনী অনুযায়ী ১ টি পদ হিয়ারিং হ্যান্ডিক্যাপডদের জন্য সংরক্ষিত থাকবে।

(পোস্ট কোড WR12419) টেকনিক্যাল অপারেটর পদের শূন্যপদ ছিল ১৬, সেটার সংশোধনী অনুযায়ী ১ টি পদ হিয়ারিং হ্যান্ডিক্যাপডদের জন্য সংরক্ষিত থাকবে।

(পোস্ট কোড 12519) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের শূন্যপদ ছিল ১৬, সেটার সংশোধনী অনুযায়ী ১ টি পদ হিয়ারিং হ্যান্ডিক্যাপডদের জন্য সংরক্ষিত থাকবে।

নর্দার্ন রিজিয়নের জন্য

(পোস্ট কোড NR11019) সিনিয়র কনসারভেশান অ্যাসিস্ট্যান্ট পদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক চাওয়া হয়েছিল, সেটা সংশোধনী অনুযায়ী উচ্চমাধ্যমিক যোগ্যতা লাগবে।

এই বিজ্ঞপ্তির জন্য কিছু সংযোজনী করা হয়েছে।

সাব-ইন্সপেক্টর (ফায়ার) পদের জন্য নিম্নলিখিত শারীরিক পরীক্ষা নেওয়া হবে।

উচ্চতা- সাধারণদের জন্য ১৭০ সেমি।  গাড়োয়াল, কুমায়ুন, সিকিমিজ, হিমাচল প্রদেশ, গোর্খা, ডোগরা, মারাঠা, যে লাদাখ, কাশ্মীর ভ্যালি ও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য ১৬৫ সেমি। মিজো ও নাগা সহ আদিবাসীদের জন্য ১৬২.৫ সেমি।

বুকের ছাতি- সাধারণদের জন্য ৮১-৮৬ সেমি। মিজো ও নাগা সহ আদিবাসীদের জন্য ৭৭-৮২ সেমি

ওজন- উচ্চতা অনুযায়ী পরিমাপ করা হবে।

এই সংশোধনী ও সংযোজনীগুলি বাদ দিয়ে বাকি বিজ্ঞপ্তি কি থাকবে।

বিস্তারিত সংশোধনী লিঙ্ক – https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Corrigendum_selectionpost_27082019.pdf

বিস্তারিত সংযোজনী লিঙ্ক – https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/addendum_selectionpost_27082019.pdf