এসএসসির কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলিতে কনস্টেবল নিয়োগ পরীক্ষার আন্সার-কি, প্রাপ্ত নম্বর

1412
0
UP Police Constable Job

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলিতে কনস্টেবল (জিডি) ও অসম রাইফেলসে রাইফেলম্যান নিয়োগের জন্য ২০১৮-র পরীক্ষার ফল গত ২০ জুন কমিশনের ওয়েবসাইটে বেরিয়েছে।

এবার আপলোড করা হল প্রশ্নপত্র সহ ফাইনাল আন্সার-কি।

আগামী ৯ আগস্ট পর্যন্ত তা দেখা যাবে।

তার প্রিন্ট-আউট নিয়ে রাখতে পারেন।

কমিশনের ১০ জুলাইয়ের এই বিজ্ঞপ্তি (F.No. 7/01/2018–C-I/2) দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/answer_key_gd_10072019.pdf

পরীক্ষায় পাওয়া নম্বরও কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে গত ৫ জুলাই।

শারীরিক সক্ষমতা ও মাপজোকের পরীক্ষা ১ আগস্ট হবে বলে আপাতত ঠিক আছে। তাই নম্বর/তথ্যাবলি নিয়ে কোনো অসামঞ্জস্য ধরা পড়লে তা অবিলম্বে কমিশনের আঞ্চলিক অফিসে জানানো দরকার, অবশ্যই ৩১ জুলাইয়ের পরে নয়।

সেক্ষেত্রে অনলাইন আবেদনের ফর্ম ও পরীক্ষার স্কোরের প্রিন্ট-আউটও সঙ্গে দেবেন।

কমিশনের ১০ জুলাইয়ের এই ঘোষণা (F.No. 01/03/2017-C-II) দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_gd_10072019.pdf