এসএসসির ক্লার্ক ও গ্ৰুপ ডি কাউন্সেলিংয়ে অনুপস্থিতদের আবার সুযোগ

513
1

ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ৩য় আরএলএসটি (এনটি)-র মাধ্যমে সরকার পোষিত/স্পন্সর্ড মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে গ্ৰুপ  সি ও গ্ৰুপ ডি পদে নিয়োগের জন্য ১ম পর্যায়ের কাউন্সেলিংয়ে যাঁরা অনুপস্থিত ছিলেন তাঁদের আবার কাউন্সেলিংয়ের সু্যোগ দেওয়া হচ্ছে।

১ জুন, ২০১৮ তারিখে এই কাউন্সেলিং হবে, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসে, ACHARYA SADAN: 11 & 11/1, Block-EE, Salt Lake; Kolkata-700091 ঠিকানায়।  সময়— নর্দার্ন  ও ওয়েস্টার্ন রিজিয়নের প্রার্থীদের জন্য সকাল ১০.৩০ থেকে এবং  ইস্টার্ন, সাদার্ন ও সাউথ-ইস্টার্ন রিজিয়নের প্রার্থীদের জন্য  বেলা ১.৩০ থেকে। সংশ্লিষ্ট প্রার্থীদের স্পিড পোস্ট ও এসএমএস করে জানিয়ে দেওয়া হয়েছে।

কাউন্সেলিং-এর জন্য ই-ইন্টিমেশন লেটার ডাউনলডও করে নিতে পারেন এই লিঙ্ক থেকে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/home/

বা সরাসরি গ্রুপ-ডির জন্য: http://www.westbengalssc.com/sscorg/wbssc/rlst3GrpDCounsellingAbsentee/searchResult

ক্লার্ক পদের জন্য: http://www.westbengalssc.com/sscorg/wbssc/rlst3ClkCounsellingAbsentee/searchResult/