এসএসসির নবম-দশমের মেধাতালিকা: চেয়ারম্যান ও সেক্রেটারিকে আদালতে ব্যাখ্যা করতে তলব

951
0
WBPSC Headmaster Recruitment 2024

রাজ্য স্কুল সার্ভিস কমিশনকে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছিলেন মহামান্য কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশ ও নিয়ম থাকা সত্ত্বেও কমিশন মেধাতালিকা প্রকাশ করেননি, এই অভিযোগে আইনজীবী আশিসকুমার চৌধুরির মাধ্যমে আদালত অবমাননার মামলা দায়ের করেন মণিকা রায় নামে অন্যতম প্রার্থী। আদালত কমিশনের চেয়ারম্যান ও সেক্রেটারিকে আদালতে হাজিরা দেবার নোটিস দেন। কিন্তু তাঁরা আদালতে হাজিরা দেননি। এর পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার বিচারপতি রাজশেখর মন্থা এসএসসির চেয়ারম্যান ও সেক্রেটারির প্রতি নির্দেশ জারি করেন, আগামী ২৮ জানুয়ারি সশরীরে আদালতে উপস্থিত হয়ে গোটা বিষয়টি ব্যাখ্যা করার জন্য।