এসএসসির মাধ্যমে স্কুলের গ্রুপ-ডি ও ক্লার্ক নিয়োগ কাউন্সেলিং স্থগিত, ইন্টিমেশন লেটার ডাউনলোড করা যাচ্ছে

1006
2
Folafal Final Pic

স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত/স্পন্সর্ড বেসরকারি স্কুলগুলিতে শিক্ষাকর্মী (গ্রুপ-ডি ও গ্রুপ-সি ক্লার্ক) নিয়োগের জন্য ৩য় আরএলএসটি-২০১৬-র ওয়েটলিস্টেড (২য় পর্যায়ের) কাউন্সেলিংয়ের যে কর্মসূচি আগামী ১১ থেকে ১৩ জুলাই হবার কথা ছিল তা স্থগিত রাখা হয়েছে। ৩ জুলাইয়ের এক বিজ্ঞপ্তিতে (Memo. No.655 / 6879 /CSSC/ESTT/2018) একথা জানানো হয়েছে। পরিবর্তিত তারিখ পরে জানানো হবে বলা হয়েছে।

দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ের সূত্রে জ্ঞাতব্য বিষয়ের জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে বলা হয়েছে। কাউকে কোনো আলাদা চিঠি বা হার্ড কপি পাঠানো হবে না।

স্থগিতের বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/Notice_Counselling%20of%20Gr.D-Cancellation-03.07.2018.pdf

ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে নিজের ১৬ অঙ্কের রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে।

ক্লার্ক পদের জন্য ইন্টিমেশন লেটার ডাউনলোড করা যাবে এই লিঙ্ক থেকে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/rlst3ClkCounsellingPH2/searchResult/

গ্রুপ-ডি পদের জন্য ইন্টিমেশন লেটার ডাউনলোড করার লিঙ্ক: http://www.westbengalssc.com/sscorg/wbssc/rlst3GrpDCounsellingPH2/searchResult/