এসএসসির ২০১৬-র এমটিএস পরীক্ষার নম্বর আপলোড

683
0

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৬-র মাল্টিটাস্কিং (নন-টেকনিক্যাল) রিক্রুটমেন্ট এগজামিনেশনের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে গত ২৮ এপ্রিল। বাতিল, সংশয়জনক ও বহিষ্কৃত প্রার্থীরা ছাড়া ১৫৮৮২২ জন সফল ও অসফল প্রার্থীর পেপার-টু-তে পাওয়া নম্বর আপলোড করা হয়েছে। ১৫ জুন পর্যন্ত তা দেখা যাবে এই সাইটে: http://ssconline.nic.in/sscmarksmodule